Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

সেন্টমার্টিনের প্রতিবেশ সুরক্ষা ও প্লাস্টিক বর্জ্য অপসারণ ক্যাম্পেইন সম্পন্ন কক্সবাজার

সেন্টমার্টিনের প্রতিবেশ সুরক্ষা ও প্লাস্টিক বর্জ্য অপসারণ ক্যাম্পেইন সম্পন্ন

জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (ইউএনইপি) ও বিশ্ব স্কাউট সংস্থার পরিবেশ বিষয়ক প্রোগ্রাম “প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ-এর” অংশ হিসেবে বাংলাদেশের একমাত্র ও বিশ্বের অন্যতম প্রবালসমৃদ্ব সামুদ্রিক দ্বীপ সেন্টমার্টিনের জীববৈচিতত্র্য ও প্রতিবেশ সুরক্ষায় স্থানীয় জনগন ও পর্যটকদের সচেতন করার জন্য ০৭ থেকে ০৯ জানুয়ারি পর্যন্ত বিশেষ ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আওতায় গাজীপুর জেলা রোভারের রাণী বিলাসমণি মুক্ত রোভার স্কাউট গ্রুপের পরিবেশ প্রকল্প ও “টুয়ার্ড সাসটেইনেবল সাসটেইনেবিলিটি প্রজেক্টে” এর সদস্য বৃন্দ। 

গ্রুপ সম্পাদক মোঃ আওলাদ হোসেনের নেতৃত্বে ক্যাম্পইনে অংশগ্রহণ করেন ঢাকা জেলা রোভারের সেবাব্রতী মুক্ত স্কাউট গ্রুপের রোভার স্কাউট মোঃ রাকিব হাসান শিপু ও রাণী বিলাসমণি মুক্ত রোভার স্কাউট গ্রুপের সদস্য নাজমুস সাকিব তন্ময়, কাজী হাবিবুল ইসলাম, রবিউল ইসলাম, তৌসিফ হীমাদ্র (রাজু), মাজহারুল ইসলাম ফাহিম, জাহিদ হাসান হাসিব ও মেহেদী হাসান সাকিব। 

গ্রুপের সভাপতি এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রীর একান্ত সচিব মোঃ আবু নাসার উদ্দিন বলেন, সরকার বাংলাদেশের প্রতিবেশ ও জীববৈচিতত্র্য রক্ষায় ব্যাপক কাজ করে যাচ্ছে, যা বিশ্ব দরবারে রোল মডেল। এছাড়াও এই ক্যাম্পেইনের মাধ্যমে সবাইকে নিদিষ্ট স্থানে প্লাস্টিক দ্রব্য ও বর্জ্য ফেলার বিষয়ে আরো বেশি সচেতন হওয়ার অনুরোধ করেন।

ক্যাম্পেইনের আওতায় সেন্টমার্টিনের বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা বাস্তবায়ন ও সচেতনতা কার্যক্রম, স্থানীয় জনগন ও ব্যবসায়ীদের মাঝে প্লাস্টিকের দূষনের ভয়াবহতা সম্পর্কে অবহিতকরণ, ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের মাঝে গার্বেজ ব্যাগ বিতরণ; বীচ সংলগ্ন হোটেলসমূহে রাতে আলো ও আগুন জ্বালানো, সৈকতে ফানুস উড়ানো, মাইক বাজানো ও উচ্চস্বরে গান-বাজনা করা নিষেধ; বীচে মটরসাইকেল ও বাইসাইকেল চালানো নিষেধ ইত্যাদি বিষয়ে নিরিৎসাহিতকরণ। পর্যটকদের প্রতিবেশ ও জীববৈচিত্র্য সম্পর্কে সচেতন করার জন্য লিফলেট - ব্যানার প্রদর্শন, জাহাজ জেটিতে পর্যটকদের মাঝে সচেতনতা সৃষ্টি, জাহাজে পর্যটকদের সচেতনতার বার্তা ঘোষনা করা, বিভিন্ন স্থানে সচেতনতামূলক ব্যানার স্থাপনসহ সর্বোপরি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন বিধিনিষেধ স্থানীয় জনগন ও পর্যটকদের মাঝে অবহিতকরণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করা হয়।