Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

দেশব্যাপী উদ্যোক্তা কৃষক সমাবেশের উদ্বোধন হলো পঞ্চগড় থেকে কৃষি সংবাদপঞ্চগড়

দেশব্যাপী উদ্যোক্তা কৃষক সমাবেশের উদ্বোধন হলো পঞ্চগড় থেকে

“ভরসার নতুন জানালা” স্লোগানে সোমবার পঞ্চগড়ের বোদা উপজেলার বলরামহাটে অবস্থিত হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের সেমিনার হলে বিসেফ ফাউন্ডেশন, বিকশিত বাংলাদেশ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর যৌথ উদ্যোগে দেশব্যাপী উদ্যোক্তা কৃষক সমাবেশের উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশের সভাপতিত্ব করেন মাল্টা চাষী ও বোদা পাথরাজ সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা তরিকুল আলম। 

দেশব্যাপী উদ্যোক্তা কৃষক সমাবেশের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল। তিনি বলেন, কৃষক আমাদের প্রাণ কৃষক বাঁচলে আমরা সকলে বাঁচতে পারবো। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে আমরাই প্রথম কৃষকের দরজায় এসে টোকা দিচ্ছি। তাদের কৃষি বিষয়ক ঋণ প্রদানের জন্য প্রস্তুত রয়েছি কৃষকরা যাতে অতি সহজে খুব দ্রুত ঋণ নিয়ে তাদের কাঙ্খিত ফসল উৎপাদন করতে পারেন বাজারজাত করতে পারেন। সে জন্যই আমাদের স্লোগান “ভরসার নতুন জানালা”। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক কৃষি সংগঠক রেজাউল করিম সিদ্দিক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানী সেক্রেটারী এটিএম তাহমিদুজ্জামান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট খোরশেদ আলম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বোদা শাখার ব্যবস্থাপক আবু রায়হান, বিসেফ ফাউন্ডেশনের কর্মকর্তা সাজ্জাদ লতিফ। কৃষকদের মাঝে থেকে কৃষক উদ্যোক্তারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন অতিথিদের কাছে। 

বিভিন্ন সমস্যা নিয়ে কৃষক উদ্যোক্তাদের পক্ষে বক্তব্য রাখেন কৃষক সংগঠক মোহাম্মদ আলী শিপু, আমচাষী হাজী খাদিমুল ইসলাম, মালটা চাষী আসাদুজ্জামান রিপন, চা চাষী মোঃ মানিক, গরুর খামারী জাকারিয়া হোসেন, মধুচাষী আবু তালেব, মৎস্য চাষী আমির হোসেন, মুরগী চাষী হিমালয় সেন, গরুর খামারী মোছাঃ বেবি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বোদা পঞ্চগড়ের প্রোগ্রাম অফিসার মালেকা বেগম। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বোদা পঞ্চগড়ের প্রোগ্রাম অফিসার (ম্যানেজমেন্ট) সিজুল ইসলাম। অনুষ্ঠান শেষে অতিথিরা শীতার্ত ৩৫০ জন হতদরিদ্র নারীদের উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় দেশব্যাপী কৃষক সমাবেশের উদ্বোধন দেশের সর্ব উত্তরের জনপদ পঞ্চগড় থেকেই শুরু করা হলো। এটি পর্যায়ক্রমে দেশের অধিকাংশ জেলায় অনুষ্ঠিত হবে। এরপর ঢাকায় জাতীয় ভাবে উদ্যোক্তা কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে আগামীকাল বগুড়ার জলেশ্বরীতলায় মাইডাস রেস্ট্রুরেন্টে দ্বিতীয় উদ্যোক্তা কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে।