Opu Hasnat

আজ ২৪ মার্চ শুক্রবার ২০২৩,

ঠাকুরগাঁওয়ে তিন সন্তানের জননীর আত্মহত্যা ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে তিন সন্তানের জননীর আত্মহত্যা

মোঃ আনোয়ার হোসেন, ঠাকুরগাঁও : রুহিয়া থানাধীন  আখাননগড়  ইউনিয়ন এর ফাতেমা বেগম (৪৮) নামে তিন সন্তানের একজননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত ফাতেমা আখাননগড়  ইউনিয়ন ভেলারহাট বাজার সংলগ্ন মৃত হামিদুর রহমান এর স্ত্রী। শনিবার (৩ অক্টোবর) নিজের খড়খুটা রাখা ঘরের মধ্যে সে আত্মহত্যা করেন।

স্থানীয় এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, ফাতেমা কাউকে কিছু না বলে রাতে কখন যে খড়খুটা ঘরের ভিতরে ঢুকে তীরের সাথে গলায় রশি দেয়। ভোর সাড়ে ৪ টা সময় পরিবারের সদস্যরা টের পেলে তার বড় ছেলে জুয়েল এলাকাবাসী ও থানায় জানান এবং মৃত ব্যক্তির লাশ রশি থেকে নামায়।

২নং আখানগড়  ইউনিয়ন পরিষদের সদস্য  মো: আশরাফুল ইসলাম বলেন, বাড়ির সকলের অজান্তে ঘরের মধ্যে সে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। মৃত ফাতেমা এর বড় ছেলে জুয়েল বলেন আমার মা দীদীর্ঘ দিন থেকে পেটের ব্যাথা সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

ঘটনা স্থানে রুহিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় পরিদর্শন করেন এবং বিষয়টি নিশ্চিত করে বলেন এ বিষয় থানায় একটি ইউ ডি  মামলা হয়েছে। যার মামলা নং-১২ তারিখ ০৩-১০-২০২০ইং।

এসময় তিনি আরো বলেন যে, আত্মাহত্যা মহাপাপ। মাদক সেবনের  থেকে নিজেদেরকে সতর্ক রাখুন এবং অন‌্যকেও সতর্ক করুন।