Opu Hasnat

আজ ৩০ নভেম্বর বৃহস্পতিবার ২০২৩,

ফরিদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু নারী ও শিশুফরিদপুর

ফরিদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শৌলডুবি গ্রামে পানিতে ডুবে দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুুপুরে বাড়ির পাশে পুকুরে প্রথমে পানিতে পড়ে যায় ওই এলাকার সেলিম মোল্লার শিশু কন্যা সেলিনা (৬) এরপর তাকে উদ্ধার করতে গিয়ে তার চাচাতো বোন মামুন মোল্লার শিশু কন্যা মুনিরা (১০) পানিতে ডুবে যায়। এসময় স্থানীয়রা তাদের দুজনেক উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে কর্তবরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষনা করে। 

এ বিষয়ে সদরপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে এর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ওমর ফয়সাল জানান, দুপুরের দিকে উপজেলার শৌলডুবি এলাকার পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে নিয়ে আসে হাসপাতালে। আমরা পরীক্ষা করে দেখতে পায় আমাদের এখানে আসার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে। 

এদিকে এলাকায় এমন ছোট্ট শিশু দুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।