Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

মালয়েশিয়ায় বাংলাদেশি দেড় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশি দেড় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ছোট/বড় সব মিলিয়ে প্রায় দেড় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে দেশটির প্রশাসন। দেশটিতে করোনা ভাইরাস প্রাদূর্ভাবের পর থেকেই, অবৈধ অভিবাসীদের গ্রেফতারসহ আরো নানান পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার, যার ফলে প্রবাসী বাংলাদেশিদের একটি বিশাল অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন।

দীর্ঘদিন ধরে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার জারি থাকায়, প্রবাসীদের জীবিকার পথ এমনিতেই সংকুচিত হয়ে এসেছে। অনেকেই হয়ে পরেন কর্মহীন, তার ওপর, সম্প্রতি সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে বাংলাদেশিদের মিনি মার্কেট, সেলুন ও রেস্টুরেন্টসহ দেড় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান।

তাছাড়া, অনেকের বৈধ কাগজপত্র থাকা সত্বেও, তারা ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার আতংকে রয়েছেন। বন্ধ হওয়া ব্যবসায় প্রতিষ্ঠানগুলোতে যারা কাজ করতেন, তারা অনেকেই বেতন পাননি। মালিকরাও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। সব কিছু মিলিয়ে এখন দিশেহারা এই কর্মহীন লোক গুলো।

এদিকে করোনা সংক্রমণরোধে বিদেশি নাগরিকদের মালয়েশিয়া প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা থাকলেও, দেশটিতে সেকেন্ডহোম ভিসাধারীদের পুনরায় প্রবেশের অনুমতি দেয়া হয়েছে।