Opu Hasnat

আজ ৭ জুলাই বৃহস্পতিবার ২০২২,

ব্রেকিং নিউজ

ঠাকুরগাঁওয়ে করোনায় ব্যবসায়ী রওশন আব্দুল্লা’র মৃত্যু ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে করোনায় ব্যবসায়ী রওশন আব্দুল্লা’র মৃত্যু

মোঃ আনোয়ার হোসেন, ঠাকুরগাঁও : বিশিষ্ট ব্যবসায়ী রওশন আব্দুল্লার  করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতলে নেয়ার পথে সন্ধ্যা সাড়ে ৬ টায় দিনাজপুর উপজেলার বীরগঞ্জে মারা যায়।

রওশন আব্দুল্লা'র বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার পুলিশ লাইনের পূর্ব পাশে। সে কয়েক দিন আগে করোনা উপসর্গ দেখা দিলে  নিজেই হোম কোয়ারেন্টানে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

গত ১ জুন করোনার  রিপোর্ট  তার পজেটিভ আসে। এ ছাড়াও তার পরিবারে আরো ৪ জন সদস্য আক্রান্ত হয়েছে। 

মঙ্গলবার  সন্ধ্যায়  বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা সিভিল সার্জন মাহফুজার রহমান।

জেলায় আক্রান্ত ১২২ জন। সুস্থ্য হয়ে  বাড়ি ফিরেড়ে ২৫ জন। মোট নমুনা পরিক্ষা করা হয়েছে ১৫২২ জনের।