Opu Hasnat

আজ ৩০ নভেম্বর বৃহস্পতিবার ২০২৩,

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ঘরে ট্রাক, মা-মেয়ে নিহত বগুড়া

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ঘরে ট্রাক, মা-মেয়ে নিহত

বগুরায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক রাস্তার পাশে কুঁড়ে ঘরে ঢুকে ঘুমন্ত মা-মেয়েকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।
 
নিহতরা হলেন- ওমরপুর সড়কপাড়ার মৃত আলতাফ হোসেনের স্ত্রী অতেজান বিবি (৬৫) ও তার মেয়ে কাতলী খাতুন (৪০)। তারা মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় কুঁড়ে ঘর নির্মাণ করে বসবাস করতেন।

শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার উমরপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, পঞ্চগড় থেকে বালুবোঝাই একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। রাত আড়াইটার দিকে উমরপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে কুঁড়ে ঘরে ঢুকে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে মা-মেয়ে মারা যান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রেকার দিয়ে ট্রাক সরিয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও হেলপার আলম শেখকে (৩০) আটক করেছে পুলিশ।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটি পুলিশি হেফাজতে রয়েছে। ট্রাক চালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় চালক ও হেলপারের নামে মামলার প্রস্তুতি চলছে।