Opu Hasnat

আজ ২৫ সেপ্টেম্বর সোমবার ২০২৩,

ব্রেকিং নিউজ

শেরপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংর্ঘষে নিহত ৪ বগুড়া

শেরপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংর্ঘষে নিহত ৪

বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। বুধবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কে ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বগুড়াগামী লবণবোঝাই একটি ট্রাকের সঙ্গে বগুড়া থেকে সিরাজগঞ্জগামী যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে লবণবোঝাই ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের চারজন যাত্রী নিহত হয় এবং বাসের অন্তত ১০ যাত্রী আহত হন।

শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা (স্টেশন অফিসার) রতন হোসেন বলেন, নিহতরা লবণবোঝাই ট্রাকের আরোহী। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।