Opu Hasnat

আজ ৯ জুন শুক্রবার ২০২৩,

ব্রেকিং নিউজ

শ্রীমঙ্গলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত মৌলভীবাজার

শ্রীমঙ্গলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতি মামলার আসামি জয়নাল ইসলাম (৩৬) নিহত হয়েছেন। উপজেলার মুছাই চাকন্যা এলাকায় রবিবার ভোর ৪টার দিকে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত জয়নাল ইসলাম বড়লেখা উপজেলার চান গ্রামের মুস্তাকিন আলীর ছেলে। র‌্যাবের দাবি, জয়নাল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।

শ্রীমঙ্গল র‌্যাব-৯-এর সহকারী কমান্ডার একেএম কামরুজ্জামান বলেন, দুই দিন আগে সিলেট থেকে আন্তঃজেলা ডাকাত দলের কয়েকজন সদস্যকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ডাকাত সদস্যরা র‌্যাবের উপর আক্রমণ করলে র‌্যাব গুলি চালায়। এ সময় গুলিতে জয়নাল নিহত হয়। এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন।