Opu Hasnat

আজ ২ জুন শুক্রবার ২০২৩,

‘বিশ্ব শান্তি সম্মাননা’ অর্জন করায় শাহীদুল ইসলামকে অভিনন্দন শুভেচ্ছা ও অভিনন্দন

‘বিশ্ব শান্তি সম্মাননা’ অর্জন করায় শাহীদুল ইসলামকে অভিনন্দন

সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ‘বিশ্ব শান্তি সম্মাননা ২০১৯’ অর্জন করেছেন রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম। মানবাধিকার জোট এই সম্মাননা প্রদান করেন। সম্প্রতি একটি আরম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই সম্মাননাটি তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আ ক ম মোজাম্মেল হক এমপি। 

এদিকে, ‘বিশ্ব শান্তি সম্মাননা ২০১৯’ অর্জন করায় মোঃ শাহীদুল ইসলামকে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য- টাইমটাচনিউজ ডটকম, রোটারী ক্লাব অফ ঢাকা নর্থ ইষ্ট আর.আই. বাংলাদেশ ৩২৮১, ব্যাংকার ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ বাংলাদেশ ও এভারগ্রীন ফ্রেন্ড সার্কেল।  

সম্মাননা প্রাপ্তি সম্পর্কে মোঃ শাহীদুল ইসলাম বলেন, ‘ছাত্রজীবন থেকেই চেষ্টা করি সেবামূলাক কাজের মাধ্যমে ভালো কিছু করার, তবে কখনোই এই কাজের জন্য কিছু আশাকরি নাই। আমাদেরকে নিজের জন্য, পরিবারের জন্য ও দেশের জন্য ভলো কাজ করে এগিয়ে যেতে হবে, তবেই আমরা বিশ্বের বুকে আরো ভালো অবস্থান করতে পারবো।