Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড সাতক্ষীরা

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রীকে হত্যার দায়ে আব্দুস সবুর মোল্লাকে (৫২) মৃত্যুদণ্ড দিয়েছেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদলত। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ সাদিকুল ইসলাম তালুকদার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুস সবুর মোল্লা কলারোয়া উপজেলার মুরারিকাটি গ্রামের আবুল কাসেম মোল্লার ছেলে।

মামলার বাদী নিহত রোমেছার ভাই জালাল উদ্দিন জানান, তার বোন এলজিইডি প্রকল্পের কাজ করতো। বেতন পাওয়ার পর সবুর টাকার জন্য রোমেছাকে মারধর করত। ২০১২ সালের ২০ আগস্ট বেতনের টাকা না দেয়ায় রোমেছাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। কিন্তু আদালত থেকে জামিন নেয়ার পর থেকে সে পলাতক।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা কলারোয়া থানার এসআই ফকির আজিজুর রহমান আসামি আব্দুস সবুর মোল্লার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. তপন কুমার চক্রবর্তী জানান, ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ আদেশ দিয়েছেন। আসামি পলাতক রয়েছে।