Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

নির্বাচন বর্জন করা উচিত বিএনপির -শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর

নির্বাচন বর্জন করা উচিত বিএনপির -শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

নির্বাচনের আর মাত্র একদিন বাকি। সারাদেশের মানুষ যখন সেই মহারণের অপেক্ষায় সময় পার করছে। ঠিক সে সময় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি মনে করছেন বিএনপিকে এই নির্বাচন বর্জন করা উচিত।

তিনি তার নিজের দলকেই ভোট বর্জনের পরামর্শ দিয়েছেন। বলেছেন, ‘দেশের কোথাও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই, দেশবাসীও এটি দেখছে। আর নির্বাচন বর্জন যে যথাযথ, দেশবাসী এটি বিবেচনা করবে। নির্বাচন বর্জন করলেও যা হবে, না করলেও তা হবে।’

লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষের এ প্রার্থী দাবি করেন, ‘সংসদ নির্বাচনের বর্তমান অবস্থা নিয়ে দল ও জোটের বিভিন্ন প্রার্থীর সঙ্গে তার কথা হয়েছে। তারাও মনে করছেন-নির্বাচন করার কোনো পরিবেশ নেই।’

দল ভোটে থাকলে কী করবেন, এমন প্রশ্নে এ্যানি বলেন, ‘পার্টি যদি বর্জন না করার সিদ্ধান্ত নেয়, যদি মনে করে আমাদের থাকতে হবে, তাহলে আমি নির্বাচনে থাকবো। রক্তাক্ত হয়ে, হামলার শিকার হয়েও থাকবো। রক্তচক্ষুকে উপেক্ষা করে কেন্দ্রে থাকবো। রক্তাক্ত শরীর নিয়েও থাকবো।’

নিজের নির্বাচনী এলাকা নিয়ে এ্যানি অভিযোগ করেন, ‘নির্বাচন করার কোনো পরিবেশই তার এলাকায় নেই। তার এলাকায় পুলিশ ও প্রশাসনের সহায়তায় শাসক দলের পেটোয়া বাহিনী সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’