Opu Hasnat

আজ ৭ জুলাই বৃহস্পতিবার ২০২২,

ব্রেকিং নিউজ

ফেনীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১ ফেনী

ফেনীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

 

ফেনীতে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সুমন ওরফে লাল সুমন (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ধর্মপুর এলাকার সুলতানপুরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, সুমন একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ছয়-সাতটি মামলা রয়েছে।

নিহত সুমন সুলতানপুর এলাকার মাদু মিয়া ওরফে মানু মিয়ার ছেলে।


র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিমের জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ফেনী সদরের সুলতানপুর এলাকায় র‌্যাব-৭ এর টহলদলের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গুলি বিনিময় হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মো. সুমন ওরফে লাল সুমন নিহত হন।

তিনি বলেন, সুমনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় তিনটি মামলাসহ ছয়-সাতটি মামলা রয়েছে।