Opu Hasnat

আজ ১ অক্টোবর শনিবার ২০২২,

লালমনিরহাটে জাতির জনক বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন পালিত লালমনিরহাট

লালমনিরহাটে জাতির জনক বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন পালিত

মিজানুর রহমান, লালমনিরহাট : লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্যোগে জাতির  জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন পালিত হলো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে।

লালমনিরহাট জেলা প্রশাসন ১৭ই মার্চ শনিবার বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিন উপলক্ষে, সকাল দশটায় এক বর্নাঢ্য শোভাযাত্রা সহকারে শহড়ের গুরুত্বপূর্ন সড়ক প্রদিক্ষন করে জেলা পরিষদ অডিটেরিয়ামে সমেবেত হয়। জেলা সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের শিশু কিশোরদের উপস্থিতিতে ৯৮পাউন্ড কেক কেটে দিনটির শুভ সূচনা করে আলোচনা সভা শুরু হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন এড. সফুরা বেগম রুমি জাতীয় সংসদ সদস্য মহিলা সংরক্ষিত আসন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিউল আরিফ জেলা প্রশাসক লালমনিরহাট, এস,এম,রশিদুল হক, পুলিশ সুপার লালমনিরহাট এড্যঃমতিয়ার রহমান, চেয়ারম্যান জেলা পরিষদ লালমনিরহাট, ক্যাপ্টেন আজিজুল ইসলাম বীর প্রতীক, রিয়াজুল ইসলাম রিন্টূ মেয়র লালমনিরহাট পৌরসভা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম, আদর্শ তুলে ধরেন শিশু কিশোরদের সামনে। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।