Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

রাঙামাটিতে পাহাড় ধসের উদ্ধার কাজে গিয়ে ৬ সেনা সদস্য নিহত রাঙ্গামাটি

রাঙামাটিতে পাহাড় ধসের উদ্ধার কাজে গিয়ে ৬ সেনা সদস্য নিহত

রাঙামাটির মানিকছড়িতে পাহাড় ধসের ঘটনায় উদ্ধার কাজে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর দুই অফিসারসহ ৬ সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন সেনা সদস্য।

আইএসপিআরের পরিচালক তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় না জানালেও রাঙামাটিতে দায়িত্বরত ১জন সেনাকর্মকর্তা,  ১জন মেজর ও ১জন ক্যাপ্টেনসহ ৬জন নিহত এবং আরও কয়েকজন সেনাসদস্য আহত হওয়ার খবর জানিয়েছেন।

গত দুদিন ধরে টানা বৃষ্টিতে চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দবানে পাহাড় ধসের ঘটনায় উদ্ধার অভিযানের মধ্যেই মঙ্গলবার সকাল চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের মানিকছড়িতে একটি সেনা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

আইএসপিআরের পরিচালক মো. রাশেদুল হাসান জানান, “তারা সেখানে সংযোগ সড়কের কাজের তদারকিতে ছিলেন। পাহাড় ধসের ঘটনায় উদ্ধারকাজের মধ্যেই আবার ধসের ঘটনা ঘটে।”