Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

শেরপুরে বন্যহাতির আক্রমনে নিহত ৩ শেরপুর

শেরপুরে বন্যহাতির আক্রমনে নিহত ৩

শেরপুর জেলার ঝিনাইগাতী সীমান্তে আবারো বন্যহাতির আক্রমণে এক গৃহবধূসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের পানবর গ্রামের সুন্নত আলীর স্ত্রী আয়তুন্নেছা (৪৫) এবং পার্শ্ববর্তী গুরুচরণ দুধনই গ্রামের দুই কৃষক শাহ মাহমুদ আলীর ছেলে আব্দুল হাই (৫০) ও মৃত ছামিউল হকের ছেলে কালা জহুরুল (৫৫)। এ সময় বন্যহাতির তাণ্ডবে বেশ কয়েকটি ঘরবাড়ি ভাংচুরসহ কমপক্ষে ৫ জন আহত হয়।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বনবিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে একদল বন্যহাতি ওই গ্রামে খাবারের সন্ধানে ধান ক্ষেতে নামে। এ সময় গ্রামবাসী মশাল জ্বালিয়ে হাতিরদলকে তাড়া করলে হাতির দল আশপাশের ঘরবাড়িতে হামলা চালায়। এতে ঘরের ভিতর লুকিয়ে থাকা আয়তুন্নেছাকে হাতিরদলের পায়ে পৃষ্ট হয়ে মারা যান। এরপর হাতিরদল কালা জহুরুল ও আব্দুল হাইকে আক্রমণ করে হত্যা করে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় শতাধিক হাতির দলটি এলাকাতেই অবস্থান করছে। 

ওই দুই গ্রামের জনগণ রাতে পাশের গ্রামে নিরাপদে আশ্রয় নেন। স্থানীয়দের নিয়ে বন্য হাতির তাণ্ডব মোকাবেলা করতে না পারায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাতেই সেখানে ফায়ার সার্ভিস কর্মীদের পাঠানো হয়। 

সকালে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, বন্য হাতির দল পার্শ্ববর্তী ছোট গজনী এলাকায় এখন অবস্থান নিয়েছে।