Opu Hasnat

আজ ৪ জুন রবিবার ২০২৩,

কুড়িগ্রামে স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও শ্বাস রোধ করে হত্যা কুড়িগ্রাম

কুড়িগ্রামে স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও শ্বাস রোধ করে হত্যা

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও শ্বাস রোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বন্দবের ইউনিয়নের বাইক্কামারী এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। 

তাদের দুই মেয়ে সুপ্তি (৯) ও সমাপ্তি (৫)। সমাপ্তির কান্না শুনে প্রতিবেশীরা এসে লাশ দেখে পুলিশে খবর দেয় বলে জানান রৌমারী থানার ওসি।

নিহতরা হলেন- ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে গোলাম হোসেন (২৭) ও তার স্ত্রী শিল্পী খাতুন (২৭)।

রৌমারী থানার ওসি এ বি এম সাজিদুল ইসলাম জানান, শিল্পীকে উত্ত্যক্ত করার ঘটনায় সম্প্রতি তার স্বামী দেলোয়ার এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছিলেন। এ বিষয়টি এর সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।