Opu Hasnat

আজ ১৮ আগস্ট বৃহস্পতিবার ২০২২,

যেখানে পুরুষের জুতা ধোয়া পানি খান নারীরা অন্যান্য

যেখানে পুরুষের জুতা ধোয়া পানি খান নারীরা

পুরুষের জুতা ধোয়া পানিতে যেন কোনো সুখ লেখা আছে! দক্ষিণ রাজস্থানের ছোট্ট একটা গ্রাম। নাম ভিলওয়ারা। এখানেই আছে বাঙ্কায়া মাতার মন্দির। এই মন্দিরে গেলেই দেখা যাবে পুরুষের জুতা মুখে করে পানি খাচ্ছেন মেয়েরা।

এই মন্দিরে খুব সাধারণ দৃশ্য এটা। এখানে মেয়েরা আসেন অশুভ শক্তির হাত থেকে মুক্তি পাওয়ার আশায়। আর সেই মুক্তির জন্যই তারা এমন সব রীতি মানেন যা প্রত্যক্ষ করাও অত্যন্ত অপ্রীতিকর।

শুধু জুতা ধোয়া পানি খাওয়াই নয়, তার আগে মাইলের পর মাইল সেই জুতো মাথায় করে হেঁটে মন্দিরে আসতে হয়। এর পরে প্রায় ২০০ সিঁড়ি ভেঙে নামতে হয় মন্দির সংলগ্ন পুকুরে। এর পরে জুতা ধুয়ে পানি খাওয়ার পালা। সেখানেই শেষ নয়। এর পরে আবার জুতা মুখে ও মাথায় করে নিয়ে বাড়ি ফেরে। সব কিছুই নাকি অশুভ শক্তির থেকে মুক্তি পাওয়ার আশায়।