Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

রাজবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত রাজবাড়ী

রাজবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

“নারী ও শিশু সবার আগে, বিপদে-দুর্যোগে প্রাধান্য পাবে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বর্নাঢ্য আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। 

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শনিবার সকালে জেলা পরিবার পবিকল্পনা বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের আম্রকানন হতে বের করা হয় এক বর্নাঢ্য র‌্যালী। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমীর সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ  রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধূরী লাভলী, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট এম এ খালেক, রাজবাড়ী সরকারী হাসপাতালের সিনিয়র কনসাল্টটেন্ট শিশু ডাঃ মোঃ গোলাম ফারুখ, রাজবাড়ী সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সোয়েব আলী, ডাঃ মোঃ নিয়ামত উল্লাহ প্রমুখ বক্তৃতা করেন।